NE UpdatesHappeningsBreaking News
তৃণমূলে যাচ্ছেন না মুকুল সাংমা, পালার মন্তব্যে সুস্মিতার প্রতিক্রিয়া
ওয়েটুবরাক, ৪ অক্টোবর: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালার সঙ্গে বসে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। পালা এ দিন মুকুলের উপস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করেন৷ বলেন, “বিজেপি বা এনসিপির মতো দল এত বছর ধরে চেষ্টা চালিয়েও মেঘালয়ে তেমন ছাপ ফেলতে পারেনি। আর তৃণমূলের জনপ্রিয়তা তো এখানে ইউটিউবারদের চেয়েও কম।” তাঁর মতে, “মেঘালয়ের শিক্ষিত সমাজ পশ্চিমবঙ্গে কী চলছে তার খবর রাখে। তাই তৃণমূলের পক্ষে সহজে এখানকার মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে না।”
পালার মন্তব্যের জবাবে সুস্মিতা দেব বললেন, “আমরা অন্য দলকে ছোট করে নিজেদের বড় করি না। ভয় দেখিয়ে বা টাকার জোরেও কাউকে দলে টানি না। আমাদের লড়াই নেডা ও বিজেপির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আস্থা রাখেন ও অনুপ্রাণিত হন তাঁদেরই দলে স্বাগত জানানো হয়।”