Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

করোনা-ই করিমগঞ্জ থেকে এক ঘণ্টার মধ্যে ফেরত পাঠাল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে

২৬ এপ্রিল: এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জ শহরে। সঙ্গে কিছুটাও শঙ্কাও৷

রবিবার সকাল ৭টা নাগাদ কুশিয়ারা নদী সাঁতরে পেরিয়ে আসে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মদনপুরের ৩৫ বছর বয়সী আব্দুল হক৷ শহরের দাসপট্টি এলাকায় নদীপারে বসে মাছ ধরছিলেন শহরের দুইজন৷ বিএসএফ জওয়ানদের ‘পাকড়াও পাকড়াও’ চিৎকারে তাঁরা তাকিয়ে দেখেন, তাঁদের সামনেই ওপারের লোকটি। পারে উঠতেই সবাই তাকে ঘিরে ফেলে৷ ধরতে যেতেই বলে ওঠে, আমার রোগ৷ ধরবেন না কেউ৷ করোনা আতঙ্কে কেউ আর সামনে এগোননি৷ বন্দুকের নলের মুখে বসিয়ে রাখা হয় তাকে৷ ছুটে যান সীমা সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা৷ যোগাযোগ করেন বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)-র সঙ্গে। বিজিবি-ও  দ্রুত সাড়া দেয়৷ দুই নৌকা নিয়ে চলে আসে করিমগঞ্জে৷

পাসপোর্ট আইন অনুসারে বিনা অনুমতিতে কেউ ভারতে অনুপ্রবেশ করলে তাকে আদালতে তোলা হয়৷ বিচারকের রায়ে তাকে নির্দিষ্ট মেয়াদ কারাদণ্ড ভোগ করতে হয়৷ মেয়াদ ফুরোলে দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়া মেনে বন্দি প্রত্যর্পণ বা ফিরিয়ে দেওয়া হয়৷

করোনার দরুন অতিমারী পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এখন আর ওই প্রক্রিয়া কার্যকর হয়নি৷ বিজিবিকে ডেকে আব্দুল হককে এক ঘন্টার মধ্যে হস্তান্তর করে বিএসএফ৷ কিন্তু প্রশ্ন রেখে যায়, তার কি প্রকৃতই করোনা? করোনা হলে ওইটুকু সময়েই সে কাউকে সংক্রমিত করে যায়নি তো?

করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি ওই আশঙ্কা উড়িয়ে দেন৷ তাঁর ধারণা, করোনা নয়, যুবকটির মানসিক সমস্যা থাকতে পারে৷

বিএসএফের ডিআইজি জেসি নায়েক বলেন, অতিমারীর দরুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ রয়েছে, এই সময়ে কোনও অবস্থাতেই কাউকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না৷ তাই নদীর পার থেকেই তাকে ফেরত পাঠানো হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker