Barak UpdatesHappeningsBreaking News
প্রয়াত হাইলাকান্দির কংগ্রেস নেতা অশোক দত্তগুপ্ত
ওয়েটুবরাক, ২৯ মেঃ হাইলাকান্দির প্রবীণ কংগ্রেস নেতা, সমাজসেবী অশোক দত্তগুপ্ত প্রয়াত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গিয়েছেন এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের। তিনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সহপাঠী ও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। দীর্ঘদিন ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। পরে সভাপতিও নির্বাচিত হন। একসময় ছিলেন হাইলাকান্দি পুরসভার সভাপতিও৷
তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অশোকবাবু কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কাল শুক্রবার অবস্থার অবনতি হলে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলচরের মেডিল্যান্ড হাসপাতালে। আজ ভোরে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু চিকিতসার আর সুযোগ মেলেনি।
শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করা হয়। প্রচার বিভাগের সভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, “কংগ্রেস এক প্রবীণ নেতাকে হারালো। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি ও পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা।”
অশোকবাবু বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। একসময় কেন্দ্রীয় সমিতির সদস্য ছিলেন। সম্মেলনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, “সম্মেলন একজন একনিষ্ঠ সদস্যকে হারালো। সংগঠন সজীব থাকুক , কাজকর্ম ভালোভাবে চলুক এটা তিনি বরাবরই চেয়েছেন। বলতেন, সবাই মিলে একে অন্যের পরিপূরক হয়ে চলতে হবে। এ রকম যার ভাবনা তাঁর প্রয়াণে আমাদের যথেষ্ট ক্ষতি হল। প্রয়াতের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।”
তাঁর মৃত্যুতে হাইলাকান্দি এসএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ দত্ত গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের পাশের বাড়িতে পঁচিশ বছর ছিলাম। অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। কলেজের কোনও প্রয়োজনে কিংবা অন্য কোনও কারণে তাঁর সহায়তা চাইলে তিনি সবসময়েই এগিয়ে আসতেন।