Barak UpdatesHappeningsBreaking News
করোনায় উদ্বেগ, স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার দাবি জানাল সিআরপিসিসি
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: দেশ জুড়ে কোভিড মহামারীর দ্বিতীয় সংক্রমণের ফলে উদ্ভুত অতি আশঙ্কাজনক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সিআরপিসিসি, আসাম। এই প্রেক্ষিতে সাধারণভাবে আসামে, বিশেষ করে, বরাক উপত্যকায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার পাশাপাশি পর্যাপ্ত জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন জোগান, আইসিইউর ব্যবস্থা, সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি সুনিশ্চিত করার জন্যে সরকারের কাছে জোরালো দাবি পেশ করে।
এছাড়াও, শহর ও গ্রামাঞ্চলে যথেষ্ট মাত্রায় প্রতিষেধক সরবরাহ করার জন্যে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করে অবিলম্বে জনসাধারণকে অবহিত করতে হবে। তাঁদের অভিযোগ, করোনা সংক্রমণের ঝুঁকি থাকাকালীন সময়েও ভাষিক সংখ্যালঘুদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে৷ একতরফাভাবে নিপীড়ন মূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ এ সবের প্রতিবাদ করে তাঁরা জনগণের প্রতি সরকারের গণতান্ত্রিক ও সাংবিধানিক দায়ের কথা স্মরণ করিয়ে দেন।