Barak UpdatesHappenings

করোনাঃ সচেতনতার নজির রাখল শিলংপট্টির পরিবার

৪ জুলাইঃ দিল্লিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন শিলচর শিলংপট্টির বাসিন্দা অপু মজুমদার৷ কিডনির সমস্যায় চিকিতসার জন্য দিল্লিতে গিয়েছিলেন তিনি৷ ভর্তি হন মেদান্তে৷ সেখানে কোভিড টেস্ট করালে রিপোর্ট আসে পজিটিভ৷ মেদান্তেই তাঁর চিকিতসা চলছে৷ এই তথ্য শনিবার অপুবাবুর পরিবার থেকেই জেলা প্রশাসনকে জানানো হয়েছে৷ করোনা নিয়ে সচেতনতারই নজির রাখলেন পরিবারের সদস্যরা৷ তাঁরা দ্রুত জানানোর দরুন এ দিনই পরিবারের সকল সদস্যের লালারস সংগ্রহ করা হয়৷ জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের লালারস নেওয়া হয়েছে৷ এটা খুবই প্রয়োজনীয় ছিল, এমন নয়৷ কারণ অপুবাবু বেশ কিছুদিন আগে দিল্লি গিয়েছেন৷ একই কারণে তাঁর বাড়িকে কন্টেনমেন্ট করার প্রয়োজন পড়েনি৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker