Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কে নিম্নমানের কাজ, নাগরিক সভায় কমলাক্ষ-মিশন-সাহাবুল

ওয়েটুবরাক, ২৯ মে: করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কের নিম্নমানের কাজের অভিযোগ ও ফকিরাবাজারের ড্রেন নির্মাণ নিয়ে আজ শনিবার এক নাগরিকসভা অনুষ্ঠিত হয়৷ ফকিরাবাজার এলাকাবাসী ও বিভাগীয় কর্তাদের নিয়ে যৌথ নাগরিকসভার আয়োজন করেছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুুরকায়স্থ৷ তিনি নিজে বৈঠকে উপস্থিত ছিলেন৷ ছিলেন মিশনরঞ্জন দাস এবং সাহাবুল ইসলাম চৌধুুুরী পারুলও৷

নাগরিকসভায় উপস্থিত হয়ে পূর্তবিভাগের এনএইচ ডিভিশনের ইঞ্জিনিয়াররা সব দাবি মেনে নেন৷ ফলে এলাকাবাসী যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারও পরিসমাপ্তি ঘটে।

ইঞ্জিনিয়াররা জানান, করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কের অবশিষ্ট অংশে উন্নতমানের কাজ হবে৷ ফকিরাবাজারে জাতীয় সড়কের পাশে ড্রেনের জন্য অতি শীঘ্র প্ল্যান ইস্টিমেট পাঠাবে সংশ্লিষ্ট বিভাগ৷ সঙ্গে ফকিরাবাজারকে জবরদখলমুক্ত করতে বিহীত ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়। করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কের কাজের পূর্ণ বিবরণ তুলে ধরেন বিভাগীয় ইঞ্জিনিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker