Barak UpdatesHappenings
করিমগঞ্জ কারাগারের জেলার সহ তিন কর্মী বরখাস্ত
২৮ জুন : করিমগঞ্জ জেলা কারাগার থেকে তিন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার সহ তিন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই চারজন হলেন করিমগঞ্জের জেলার রঞ্জন কুমার চৌধুরী, হেড ওয়ার্ডার রঞ্জন নাথ, ওয়ার্ডার আতাউর রহমান লস্কর ও কালীকুমার দাস। এদের মধ্যে কালীকুমার দাসকে আগেই শিলচরে বদলি করা হয়েছিল। শনিবার রাজ্যের আইজিপি (কারাগার) এ মর্মে এক নির্দেশ জারি করার পরই এদের বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, গত ২০ জুন এই কয়েদি জেলের ভেতরে থাকা কোয়ারেন্টাইন সেন্টারের জানালা ভেঙে পালিয়ে যায়। এদের মধ্যে একজন খুনের আসামি ও অন্য দুজন গাড়িচোর ছিল। তাদের এ পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে গত তিন মাসে করিমগঞ্জ জেল থেকে মোট ৬ জন কয়েদি পালিয়ে যায়। আগের জেল পালানো তিনজনের মধ্যে এক খুনের আসামি ও এক বাংলাদেশি ছিল বলে জানা যায়।
এদিকে, কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়ার খবর লিখিতভাবে আইজিপিকে জানান জেল সুপারিন্টেনডেন্ট সঞ্জীব চেতিয়া। এরপর একজন এডিসি এসে ঘটনার তদন্ত করেন। তার দুদিন পর কারাগারের দুই কর্মীকে অন্যত্র বদলি করা হয়। এরপর বর্তমানে সপ্তাহের মাথায় আইজিপির নির্দেশে মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হল।