ওয়েটুবরাক, ১১ মার্চ: মনোনয়ন পত্র জমা দেওয়ার এক দিন বাকি থাকতে করিমগঞ্জের পাঁচটি বিধানসভা আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিজেপি ও কংগ্রেস দলের চার জন করে প্রার্থী রয়েছেন। একজন করে রয়েছেন ফরোয়ার্ড ব্লক এবং এআইইউডিএফ থেকে। আর নির্দল পাঁচ জন।
বৃহস্পতিবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় মালাকার ও কংগ্রেসের শম্ভু সিং মালাহ মনোনয়ন পত্র জমা করেন। পাথারকান্দিতে বিজেপির কৃষ্ণেন্দু পাল, কংগ্রেসের শচীন সাহু এবং নির্দল প্রার্থী ইয়াফুছ আলি। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপির ডাঃ মানস দাস, ফরোয়ার্ড ব্লকের নজরুল ইসলাম চৌধুরী এবং নির্দল প্রার্থী দেবজ্যোতি দেবরায়(সুজন)। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের সিদ্দেক আহমদ, দুই নির্দল প্রার্থী ফরজান খান এবং বিমল কৃষ্ণ দাস। বদরপুরে বিজেপির বিশ্বরূপ ভট্টাচার্য, এআইইউডিএফ থেকে আব্দুল আজিজ এবং নির্দল বাহার আশিক।
এদিকে, বুধবার পর্যন্ত করিমগঞ্জে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবারের প্রার্থীদৈর নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৷