Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে সাড়ে ৯ কেজি হেরোইন বাজেয়াপ্ত, পাচারকারী গ্রেফতার

উত্তর-পূর্বের সর্ববৃহৎ পরিমাণ ড্রাগস ধরা পড়ল

ওয়েটুবরাক, ১১ অক্টোবর : বিশাল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত হলো করিমগঞ্জে৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশ-বিএসএফ যৌথ অভিযান চালায় ৷ বাজেয়াপ্ত করে ৯ কিলোগ্রাম ৪৭৭ গ্রাম হেরোইন৷ ৭৬৪টি সাবানের বাক্সে রাখা ছিল ওই মাদক দ্রব্য৷ বিএসএফ জানিয়েছে, পাচারকারীকে ধরা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিও৷ চালকের মাথার ওপর পুরো ক্যাবিন জুড়ে চেম্বার তৈরি করে সেখানে রাখা হয়েছিল ৭৬৪টি সাবানের বাক্স৷ লরিটি মিজোরাম থেকে করিমগঞ্জ থেকে ত্রিপুরার উদ্দেশে রওয়ানা দিয়েছিল৷ সোমবার রাত একটায় নিউ করিমগঞ্জ রেলস্টেশনের অদূরে জাতীয় সড়কে লরিটিকে আটকে তল্লাশি চালানো হয়৷

তাদের দাবি, বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য ৪৭.৪ কোটি টাকা৷ ধৃত পাচারকারীর নাম মুহিব উদ্দিন৷ বাড়ি করিমগঞ্জ জেলার কানাইবাজারে৷ ডিএসপি গীতার্থ শর্মা এই অভিযানে পুলিশের তরফে নেতৃত্ব দিয়েছেন‌৷ যৌথ অভিযানকারী দলের দাবি, এর আগে উত্তর-পূর্বে এত বড় মাপের ড্রাগস বাজেয়াপ্ত হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker