Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে চোরাকারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শূন্যে গুলি, ৪ মহিষ উদ্ধার
ওয়েটুবরাক, ৩০ মে: বাংলাদেশে পাচারের ঠিক প্রাকমুহূর্তে চারটি মহিষ উদ্ধার করল পুলিশ৷ সেগুলি আবার পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা৷ বারইগ্রাম পুলিশ তখন বাধ্য হয়ে তিন রাউন্ড গুলি ছোঁড়ে৷ ততক্ষণে এরা গা ঢাকা দেয় । তবে বাংলাদেশে পাচারের আগে পুলিশ ৪টি মহিষ আটক করে। ঘটনার সত্যতা স্বীকার করেন বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ ।
ঘটনার বিবরণে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ সোনাতুলা সীমান্ত এলাকায় ওঁৎ পেতে বসে থাকেন। তখন বাংলাদেশে পাচারের পথে চারটি মহিষ আটক করেন। ঠিক তখনই চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ করে মহিষগুলি নেওয়ার চেষ্টা করে৷ এতে বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ চোরাকারবারিদের লক্ষ্য তিন রাউন্ড গুলি ছোঁড়ে। অন্ধকারের সুযোগে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।