Barak UpdatesHappeningsBreaking News
ট্রেনে বদরপুরে নামলেন বরাকের ৪৬ জন46 passengers deboard from Shramik Express at Badarpur, sent for quarantine
১৫ মে: ভৈরবীগামী শ্রমিক এক্সপ্রেসে বদরপুরে নামলেন বরাক উপত্যকার ৪৬জন৷ লকআউটের দরুন তারা দেড় মাসের বেশি সময় বাইরে আটকে ছিলেন৷ চেন্নাই থেকে ট্রেন রওয়ানা হয়েছিল মূলত মিজোরাম সরকারের ব্যবস্থাপনায়৷ তাতে চড়েই শুক্রবার সকালে বদরপুর স্টেশনে নামেন কাছাড়ের ৯ জন এবং করিমগঞ্জ জেলার ৩৭ জন৷ হাইলাকান্দির ওপর দিয়ে এক্সপ্রেস মিজোরামের ভৈরবীতে পৌঁছালেও ওই জেলার কোনও যাত্রী তাতে ছিলেন না৷
কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, ৯ যাত্রীর মধ্যে ১ জন ছিলেন শারীরিক প্রতিবন্ধী৷ নতুন নির্দেশিকা অনুসারে লালারস সংগ্রহের তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আগামী ১৪ দিন তাকে ঘরবন্দি থাকতে হবে৷ ঘর থেকে বেরোতে পারবেন না তাঁর বাড়ির কোনও সদস্য৷ বাকি ৮ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়রান্টাইন করা হয়েছে৷
করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি জানিয়েছেন, সকলের লালারস সংগ্রহ করে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷ যাত্রীদের সরকারি কোয়রান্টাইনে রাখা হয়েছে৷