Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে আগুন, দুটি বাসভবন ক্ষতিগ্রস্ত
অগ্নি নির্বাপক কেন্দ্রের মোবাইল নম্বর প্রকাশের দাবি
২৯ নভেম্বর: শনিবার মাঝরাতে আগুনে ভস্মীভূত হয় করিমগঞ্জ ইঅ্যান্ডডি কলোনির দুটি বাসগৃহ। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যান। স্থানীয় জনতাও হাত লাগান। একঘণ্টার মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি আরসিসি দালানবাড়ি এবং একটি টিনের ঘর।
এ দিকে স্থানীয় জনতা জানিয়েছেন, আগুন লাগলে দমকল বিভাগে খবর জানানোই মুশকিল। তাদের একটিই ল্যান্ড ফোন নম্বর সরকারিভাবে প্রচারিত। কিন্তু ওই নম্বরে ফোন করে অধিকাংশ সময়ে কথা বলা যায় না। কখনও বাজে না, কখনও আবার বাজলেও কথা বোঝা যায় না।
তাই রবিবার রবিনহুড আর্মির পক্ষ থেকে সুজন দেবরায়, দীপক দাস এবং সঞ্জীব দাস করিমগঞ্জ অগ্নিনির্বাপক দফতরের ইনচার্জের সঙ্গে দেখা করেন। অন্তত দুটি মোবাইল নম্বর সর্বসাধারণের জন্য প্রকাশ করার দাবি জানান, আগুন লাগার খবরটি যেন দ্রুত তাঁদের জানানো যায়। ইনচার্জ দ্রুত ইতিবাচক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।