Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়-করিমগঞ্জেও অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে না
ওয়েটুবরাক, ২৬এপ্রিল: করোনা সংক্রমণ বেড়ে চলায় কাছাড়-করিমগঞ্জ জেলায়ও অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আনবামুথান এমপি আজ সোমবার রাতে জারি করা এক নির্দেশে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লিও বলেন, সরকারি-বেসরকারি সব স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাশ হবে না। আগামী আট মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রক্ষিতেই জেলাশাসকদের এই নির্দেশ। তবে স্কুলে ক্লাশ বন্ধ থাকলেও অনলাইনে তাদের পাঠদান চালু থাকবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।