NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সিন্ডিকেট: লরিমালিক সহ ধৃত করিমগঞ্জের ৪ কয়লা ব্যবসায়ী
অমরেশ রায় সহ ৪ রফতানিকারীকে জেরা
ওয়েটুবরাক, ৩১ মে : সুতারকান্দি সীমান্ত দিয়ে কয়লার রফতানিতে ব্যাপক অনিয়ম চলছে৷ রবিবার জেলা পুলিশ সুপার নয়টি কয়লা ভর্তি লরি বাজেয়াপ্ত করে। তদন্তে নেমে পুলিশ কিছু সময়ের মধ্যে আমদানি রপ্তানি সংস্থার সভাপতি অমরেশ রায় সহ সাতজনকে আটক করে। সারা রাত তাদের জেরা করে চারজনকে আদালতে তোলা হয়৷ পরে আদালতের নির্দেশে পাঠানো হয় জেল হাজতে। তাদের মধ্যে একজন হলেন কয়লা গাড়ির চালক নীলু রায়৷ বাকি তিনজন কয়লা ব্যবসায়ী ফখরুল ইসলাম, আব্দুল হাফিজ চৌধুরী ও মুক্তা হুসেন চৌধুরী ।
অমরেশবাবুুুুুুকে শর্ত সাপেক্ষে সোমবার সন্ধ্যায় থানা থেকে যেতে দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। রুনু মিয়া, তাজ উদ্দিন, বিল্লুজিত রায়কে দুই দিন পরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
অন্যদিকে, কয়লা ব্যবসায়ীদের আটক করার প্রেক্ষিতে আজ সকালে করিমগঞ্জ থানায় গিয়ে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ নিয়ে বেশ চর্চা চলছে জেলা জুড়ে৷ কারণ বিগত দিনে কয়লা সিন্ডিকেট নিয়ে তাঁকে বেশ সরব দেখা গিয়েছিল৷