Barak UpdatesHappeningsBreaking News
সাত মাস ধরে সাম্মানিক পান না মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা, অভিযোগ সম্মেলনে
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর : অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কাটিগড়ার গোবিন্দপুরে। সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সভানেত্রী অপরাজিতা চক্রবর্তী। সিটুর পতাকা উত্তোলন করেন সুপ্রিয় ভট্টাচার্য। শহিদ বেদীতে মাল্যদান করেন রাজ্য কমিটির সহসভাপতি হীতেশ দাস। তিনিই গত রবিবার সম্মেলনের উদ্বোধন করেন৷ হীতেশবাবু মধ্যাহ্ন ভোজন প্রকল্পের প্রেক্ষাপট, এর উদ্দেশ্য, বর্তমান সরকারের নীতি, বেসরকারিকরণের প্রচেষ্টা এবং এর বিরুদ্ধে রাজ্য তথা সারা দেশ জুড়ে সংগঠনের আন্দোলনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সাম্মানিকের নামে মাসে মাত্র এক হাজার টাকা এবং দীর্ঘ আন্দোলনের পর মাত্র পাঁচ শত টাকা বৃদ্ধির কোনটাই গত সাত মাস থেকে কর্মীরা পাচ্ছেন না। অথচ মুখ্যমন্ত্রী ক্রমাগত মহিলাদের স্বাবলম্বন নিয়ে ভাষণ দিচ্ছেন, প্রকল্প ঘোষণা করছেন।
তিনি কাছাড় জেলায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। সিটুর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য। তিনি মধ্যাহ্ন ভোজন কর্মীদের সাংগঠনিক প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক সভার নেতা নাসির উদ্দিন, সিটু নেতা অভিজিত গুপ্ত প্রমুখ। সম্মেলনে বিমল দাসকে সভাপতি এবং শীলা মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।