NE UpdatesHappeningsBreaking News
কটন কলেজে ভোট হিংসা, এক ছাত্র কার্যত বহিষ্কৃত
ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি : ছাত্র একতা সভার নির্বাচনে হিংসায় জড়িত থাকার অভিযোগে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কার্যত বহিষ্কারই করল এগজিকিউটিভ কাউন্সিল৷ বহিষ্কার শব্দ উল্লেখ না করেও জানিয়ে দেওয়া হয়েছে, স্নাতকোত্তর বা অন্য কোনও কোর্সে কৈলাশ দোলেকে আর ভর্তি করা হবে না৷ সঙ্গে ৭০০০ টাকা জরিমানাও করা হয় তাকে৷ আরও দুই ছাত্রকে ৭০০০ টাকা করে এবং একজনকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে৷
৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচন৷ এর আগে গত ৫ জানুয়ারি দুই ছাত্রাবাসের পড়ুয়াদের মধ্যে মারপিট হয়৷ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সম্পত্তিরও ক্ষতিসাধন হয় তখন৷ এগজিকিউটিভ কাউন্সিল এমএনডিপি ছাত্রাবাস এবং এসএনবিসি ছাত্রাবাসের সকল আবাসিককে ২৫০০ টাকা করে জরিমানা করে৷ এ ছাড়া, পুলিশ বা প্রশাসনিক কমিটি কোনও ছাত্রকে ওই দিনের ঘটনায় দোষী সাব্যস্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়৷ এখানেও ‘বহিষ্কার’ শব্দের বদলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তার আসনটি ফাঁকা বলে ধরা হবে৷
নির্বাচিত ছাত্র একতা সভার আন্দোলনের জেরেই এগজিকিউটিভ কাউন্সিল এই ধরনের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে বলে দাবি করেন নতুন একতা সভার সাধারণ সম্পাদক অভিষেক মহন্ত৷ তিনি জানান, দেড় মাস আগে মারপিট হয়েছে৷ এক ছাত্র গুরুতর জখম হয়েছেন৷ কিন্তু পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি৷ প্রতিবাদে শনিবার এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের আগে বিক্ষোভ দেখান তাঁরা৷ পরে কাউন্সিল এ সম্পর্কে নানা সিদ্ধান্ত নেয়৷ তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও ছাত্রনেতা মহন্ত পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷