NE UpdatesHappeningsBreaking News
কংগ্রেস বিধায়ক আফতাব উদ্দিন মোল্লার জামিন মঞ্জুর
গুয়াহাটি, ৯ নভেম্বর : হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য গত মঙ্গলবার কংগ্রেস বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছিল। তবে বৃহস্পতিবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এ দিন বিধায়ককে আদালতে তোলে পুলিশ। উল্লেখ্য, বিধায়ক মোল্লাকে পুলিশ গ্রেফতার করার পর তাঁর আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। এই আবেদনের ওপরই এদিন আদালতে শুনানি চলে। এই শুনানি গ্রহণ করার পর বিধায়ক মোল্লার জামিন মঞ্জুর করে আদালত।
এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় দিসপুর পুলিশ বিধায়ক মোল্লাকে গ্রেফতার করার পর বুধবার আদালতে হাজির করে। একদিনের জন্য বিধায়ককে পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু পুলিশ পাঁচ দিনের জন্য বিধায়ককে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। একদিনের রিমান্ড শেষে বিধায়ককে পুনরায় বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
প্রসঙ্গত গত ৭ নভেম্বর দিসপুর পুলিশ বিধায়ক আবাস থেকে মোল্লাকে গ্রেফতার করেছিল। তিনি তখন বিধায়ক আবাসের এফ ব্লকে দক্ষিণ শালমারার কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরীর আবাসে ছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, হিন্দু ধর্ম নিয়ে প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য করার জন্য জলেশ্বরের বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। বিভিন্ন দল সংগঠন ও ব্যক্তি বিশেষ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় বিধায়কের বিরুদ্ধে এজাহার দাখিল করেছিলেন। এর প্রেক্ষিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।