NE UpdatesHappeningsBreaking News
কংগ্রেস নেত্রী ববিতা শর্মা কোভিড আক্রান্ত
গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর ঃ অসমের কংগ্রেস নেত্রী ববিতা শর্মা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। নেত্রী নিজেই এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। বার্তায় তিনি বলেছেন, কোভিড চলে যায়নি। এটি এখনও আমাদের মধ্যে রয়েছে। ফলে ভিড় বা জমায়েতে গেলে এ ব্যাপারে সাবধান থাকতে হবে। তিনি সবাইকে মাস্ক পরার পরামর্শও দিয়েছেন। এর পাশাপাশি ববিতা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে অনুরোধ করে বলেছেন, ঘরে যাতে টেস্টিং কিট পাওয়া যায়, সে ব্যবস্থা করতে হবে। কারণ এখন বেশিরভাগ ল্যাবরেটরিগুলো কোভিড টেস্ট করতে চায় না। আর তা খুব জরুরি হয়ে পড়ে, যখন বাড়ির বয়স্ক লোক বাইরে বেরোন।
নিজে কোভিড আক্রান্ত হওয়ার পাশাপাশি ববিতা শর্মা জনগণের উদ্দেশে বলেছেন, গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা সবাই যেন সুরক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য, কোভিড যে এখনও যায়নি, তা ববিতা শর্মা আক্রান্ত হওয়ার খবরেই স্পষ্ট। কারণ ভিড় বা জমায়েতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির জন্য যে এটি সংক্রমিত হয়, সেটি এখন আর কারোর বুঝতে বাকি নেই। ফলে কোভিড যাতে ফের ছড়িয়ে পড়তে না পারে, সে দিকে খেয়াল রাখার জন্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে।