Barak UpdatesHappeningsBreaking News
কংগ্রেস ছেড়ে দীপন দেওয়ানজিও বিজেপিতে
ইউডিএফের সঙ্গে সমঝোতার বিরোধিতা
১৫ ফেব্রুয়ারিঃ দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র দীপন দেওয়ানজি। সভাপতি রিপুণ বরার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে তিনি স্পষ্ট বলেন, এআইইউডিএফের মত সাম্প্রদায়িক দলের সঙ্গে সমঝোতার পর আর কংগ্রেসে থাকার যুক্তি নেই। এ দিনই তিনি বিজেপিতে যোগ দেন। গুয়াহাটিতে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডা. রাজদীপ রায়, ভুবনেশ্বর কলিতা ও পল্লবলোচন দাস।
দীপন দেওয়ানজির কংগ্রেস ত্যাগের প্রতিক্রিয়ায় প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেন, “এখন কেউ কংগ্রেস ছাড়ছেন, কেউ বিজেপি ছাড়ছেন। এ বড় কোনও কথা নয়।” ১৯৮৬ সাল থেকে দীপনবাবু কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন। ছিলেন শহর যুব কংগ্রেস সভাপতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক, জেলা কংগ্রেসের মিডিয়া কনভেনার, শেষে প্রদেশ মুখপাত্র। সন্তোষমোহন দেব এবং সুস্মিতা দেবের মিডিয়া পরামর্শদাতাও তিনিই ছিলেন।
পদত্যাগ পত্রে দীপনবাবু স্পষ্ট বলেন, এআইইউডিএফের সভাপতি বদরুদ্দিন আজমল জমিয়ত উলেমা-হিন্দের সভাপতি। তাঁর উপস্থিতিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে। হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে তাঁর নিজেরও বহু উত্তেজনাপূর্ণ বক্তব্য রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক এই দলটির সঙ্গে সমঝোতায় দলের অনেকেই অত্যন্ত আঘাত পেয়েছেন। কিন্তু দল তাঁদের গুরুত্ব দিতেই নারাজ। তাই তিনি প্রদেশ মুখপাত্র তো বটেই দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেন।