Barak UpdatesHappeningsBreaking News
কংগ্রেস অফিস ফের রণক্ষেত্র, শহর সভাপতিকে ‘গো ব্যাক’ করা হল
ওয়েটুবরাক, ৭ এপ্রিল ; সোমবার কর্মীসভায় হাতাহাতির ঘটনায় যে সব কংগ্রেস নেতা-কর্মী, সাধারণ সদস্য শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য৷ কিন্তু তা বলতে গিয়েই বিক্ষুব্ধদের দুষ্কৃতী বলে মন্তব্য করায় সাংবাদিক সম্মেলন শেষ হতেই তাঁকে ঘিরে ধরেন কমলাক্ষ বিরোধী গোষ্ঠী৷ দুষ্কৃতী বলা হল কেন, কৈফিয়ত চান৷ উত্তেজনা চরম রূপ নেয়৷ প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায় তখন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন৷ তখনই তাঁর পেছনে গো ব্যাক বলে স্লোগান তোলেন তাঁরা৷
এ দিকে আগের দিন গেটে নো এন্ট্রি কমলাক্ষ লিখে পোস্টার সাঁটা হয়েছিল৷ রাতে সেই পোস্টার সরিয়ে নতুন লেখা বসে, ওয়েলকাম কমলাক্ষ৷ বুধবার গেটে রং-তুলিতে আবার লেখা হয়, নো এন্ট্রি কেডিপি৷
এ সব কর্মকাণ্ড ঘিরে সংগঠন করতে গিয়ে আশঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন অতনু ভট্টাচার্য৷ তিনি পুরো ঘটনাক্রমের বিচার চান৷ জানিয়ে দিয়েছেন, যতদিন সুবিচার না পাবেন, ততদিন শহর কংগ্রেস কোনও সাংগঠনিক কাজ করবে না৷