India & World UpdatesHappeningsBreaking News
ওয়েনাড়ে বড় জয়ের পথে প্রিয়ঙ্কা
২৩ নভেম্বর : প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে বড় জয়ের পথে প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকলেও নিজে কখনও সরাসরি ভোটের লড়াইয়ে নামেননি। জানা গেছে, গান্ধী পরিবারের এই সন্তান এ পর্যন্ত ৩ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও এখনও বেশ কয়েক রাউন্ডের ফলাফল গণনা বাকি।
রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া এই আসনে কংগ্রেস প্রিয়ঙ্কাকে প্রজেক্ট করে। প্রথমবার ভোট লড়ার সুবাদে দল পুরো শক্তি দিয়ে মাঠে নেমেছিল। কংগ্রেসের লক্ষ্য ছিল প্রিয়ঙ্কাকে অন্তত ৫ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করা। তা না হলেও প্রিয়ঙ্কা গান্ধী যে ভোট রাজনীতির অভিষেকে বড় ব্যবধানে জিতবেন, তার আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই।
গত ১৩ নভেম্বর ওয়েনাড়ে ভোট হয়েছে। এ বার এই আসনে ভোট পড়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৫৪৩টি। এ পর্যন্ত যা গণনা হয়েছে, তাতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কা গান্ধী পেয়েছেন ৬৪.১২ শতাংশ ভোট। ২১.৯৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এলডিএফ-এর সত্যান মকেরি এবং ১২.৩৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বিজেপির ন্যাভি রবিদাস। শেষ পাওয়া খবরে জানা গেছে, ৫ লক্ষ ৭৫ হাজারের মতো ভোট গণনা হয়েছে। তাতে প্রিয়ঙ্কা গান্ধী ৩ লক্ষ ৭০ হাজার ৭৩৪ ভোট পেয়েছেন।