Barak UpdatesHappeningsBreaking News
ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : শিলচর থেকেও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল সিআরইউ
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা, ওষুধের কালোবাজারি বন্ধ করা, অনলাইনে ওষুধ বিক্রির নামে অবাধে নেশাযুক্ত ড্রাগস বিক্রি বন্ধ করা, জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য ক্ষেত্রে খরচ করা, ওষুধ ও ভেকসিন উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা ইত্যাদি ৯ দফা দাবির ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন প্রান্তে পথসভা করে সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে শিলচরের মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের সংগঠন সেন্টার অব মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভস্ ইউনিয়ন।
গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভরা শিলচর ক্ষুদিরাম মুর্তির সামনে জমায়েত হন । সেখানে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের ওষুধ নীতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। বক্তব্য রাখেন সুব্রত রায়, সারস্বত মালাকার, রাজেশ সরকার, ত্রিদিব পাল, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। পরে তাঁরা কাছাড়ের জেলা প্রশাসনের মাধ্যমে গণস্বাক্ষর সহ এক স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন।