NE UpdatesAnalyticsBreaking News
এ বার মীন বিভাগে ২১৭ কর্মচারীকে বরখাস্তের নির্দেশ
২০ জুলাই : পরিবহণের পর এ বার মীন বিভাগের ২১৭ কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই কর্মচারীরা মীন বিভাগে অবৈধভাবে নিযুক্ত লাভ করেছিলেন। ২০২০-২১ সালে এই অবৈধ নিয়োগ হয়েছিল বলে জানা গেছে।
কেলেঙ্কারির তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে ধরা পড়েছে, সাক্ষাতকার ছাড়াই বিভিন্ন পদে ২১৭ কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। এর প্রেক্ষিতেই এ বার এই কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নিগমের পরিচালন সঞ্চালককে এই কর্মচারীদের বরখাস্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদগুলোর জন্য কোনও বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। কোনও সাক্ষাতকার না নিয়েই ১৭৩ জন কর্মচারীর পদ নিয়মিত করা হয়েছিল। এই জালিয়াতি উন্মোচন হওয়ার পরই ১৭৩ জন নিয়মিত ও ৪৭ জন ঠিকাভিত্তিক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছে সরকার। উল্লেখ্য, তদন্ত প্রতিবেদনে নিয়োগ কেলেঙ্কারির কথা প্রকাশ হওয়ার পর আগের একাংশ আধিকারিক যে এই অবৈধ নিয়োগের পৃষ্ঠপোষকতা করেছিলেন, সে বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে।