NE UpdatesHappenings
এসআই নিয়োগ কেলেঙ্কারিঃ সঞ্জিতকৃষ্ণের আত্মসমর্পণ
১৫ অক্টোবর: এসআই নিযুক্তি কেলেঙ্কারির তদন্তে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে৷ সিআইডি-র তদন্তকারী দল প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, করিমগঞ্জের এসপি থাকাকালে কুমার সঞ্জিত কৃষ্ণর বাংলো থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ইতিমধ্যে তাঁর গাড়ি চালক ও রক্ষীকে গ্রেফতার করা হয়েছে৷ এর পরই কৃষ্ণ মঙ্গলবার উধাও হয়ে যান। সিআইডি তাঁর গুয়াহাটির বাড়ি ও করিমগঞ্জের সরকারি ভবনে তল্লাশি চালিয়েছে।
বৃহস্পতিবার কৃষ্ণ ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তর দফতরে গিয়ে আত্মসমর্পণ করেন। সেখান থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিআইডি। পুলিশ সূত্রের দাবি, চক্রের অন্যতম পান্ডা রুবুল হাজরিকা ছিল কৃষ্ণের ঘনিষ্ঠ। সেই সূত্রেই কৃষ্ণ তাঁর হেফাজতে থাকা প্রশ্নপত্র বের করে রুবুলকে দেন। এই ঘটনায় প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্ত, বিজেপি নেতা দিবন ডেকা, কয়েকজন পুলিশকর্মী, রেলকর্মী-সহ চল্লিশ জনের বেশি গ্রেফতার হয়েছে।