NE UpdatesHappeningsBreaking News
এসআই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত প্রাক্তন ডিআইজি পিকে দত্ত গ্রেফতার
৬ অক্টোবর : আসাম পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রধান অভিযুক্ত প্রাক্তন ডিআইজি শেষমেশ গ্রেফতার হলেন। পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল মঙ্গলবার তাকে নেপাল থেকে গ্রেফতার করেছে। রাতেই তাকে গুয়াহাটিতে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সূত্রমতে ভারত-নেপাল সীমান্তের কাকরভিটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রটি বলেছে, আসামে আত্মসমর্পণ করতে আসার সময় নেপাল সীমান্ত থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে তাকে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন এই আইপিএস আধিকারিক গত ২০ সেপ্টেম্বর থেকে পলাতক ছিলেন। আসাম সরকার ব্যাপক দুর্নীতির কারণে ৫৯৭ জন সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষা বাতিল করার পরদিন থেকেই সন্ধানহীন মাস্টারমাইন্ড পিকে দত্ত। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যায়। প্রসঙ্গত, আসাম পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত সঞ্চালক প্রধান জিপি সিং গত শনিবার সাংবাদিকদের বলেছিলেন, প্রাক্তন আইপিএস আধিকারিক ও তার ছেলে ঈশান গাড়ি নিয়ে নেপালে পালানোর সম্ভাবনা রয়েছে। জানা গেছে, পিকে দত্তের মেয়ে একজন নেপালিকে বিয়ে করে বর্তমানে নেপালের নাগরিক।