India & World UpdatesHappeningsBreaking News
এমপক্স : রাজ্যগুলিকে সতর্ক করে কেন্দ্রের নির্দেশিকা জারি
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : ভারতে এখন পর্যন্ত এমপক্স বা মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মেলেনি। তার পরেও রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। কেউ সংক্রামিত হলে বা সংক্রামিত হয়েছেন বলে সন্দেহ হলে তাঁকে আইসোলেশনে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে। সে জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশে কেউ এমপক্সে আক্রান্ত হচ্ছে কি না, সে দিকে নজর রাখছে দেশের ইন্টিগ্রেটেড ডিজিস সারভেইলেন্স প্রোগ্রাম (আইডিএসপি)। বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিদেশ থেকে এমপক্সে আক্রান্ত হয়ে কেউ দেশে আসছেন কি না, সেখানে বোঝা যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধীনে থাকা গবেষণাগারে দ্রুত নমুনা পরীক্ষার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্যকর্মীদের দিকে বিশেষ নজর দিতে বলেছে। বিশেষত যে সব স্বাস্থ্য কর্মীরা ত্বক এবং এসটিডি (সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজ়িস) চিকিৎসা কেন্দ্রে কাজ করেন, তাঁদের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। নির্দেশিকায় প্রয়োজন মতো পদক্ষেপ করার কথা বলা হলেও আতঙ্কিত হতে বারণ করা হয়েছে।