Barak UpdatesHappeningsSportsBreaking News
এন এম গুপ্ত ট্রফি শুরু, প্রথম ম্যাচে জয়ী রায়েংদাই
ওয়েটুবরাক, ৪ নভেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান পরিচালন কমিটি দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফি আয়োজনের কথা ঘোষণা করেছিল। অবশেষে এই আসর শুরু হলো আজ, সোমবার। প্রথম ম্যাচে মণিপুরের এফসি রায়েংদাই ২-১ গোলে পরাস্ত করে লক্ষীপুরের লেনরুল এফসি-কে। জয় না পেলেও কাছাড় জেলার দল লেনরুল সুন্দর ফুটবল উপহার দিয়েছে। তবে রেফারির সিদ্ধান্তে খুশি হতে পারেনি লেনরুল এফসি। একটি অফসাইডকে কেন্দ্র করে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
বেশ কয়েক বছর পর শুরু হলো ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা আয়োজক কমিটির চেয়ারম্যান ডাঃ রাজদীপ রায়। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয় মণিপুরের এফসি রায়েংদাই ও লেনরুল এফসি। খেলার প্রথম মিনিটে দলকে এগিয়ে দেন রায়েংদাই দলের এস সাগর সিং। গোল হজমের পর মরিয়া প্রয়াস চালালেও সমতায় ফেরা সম্ভব হয়নি লেনরুলের। বিরতির পর মণিপুর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ৭৪ মিনিটে দলের পরিবর্ত খেলোয়াড় টিএইচ বুংচা ফল ডাবল করেন। দুটি গোল হজম করলেও লেনরুল হাল ছাড়েনি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান আলফ্রেড। খেলা শেষ হয় ২-১ ফলে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রায়েংদাইয়ের বিক্রমজিৎ সিং।
ক্রীড়া সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার মণিপুরের সেনাপতি এফসি খেলবে মিজোরামের আইজল এফসি-র সঙ্গে।