Barak UpdatesHappeningsBreaking News
এনকাউন্টারে জখম কালাইনের সুপারি ব্যবসায়ী
ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর : কাছাড় জেলায় পুলিশের এনকাউন্টারে জাবির হোসেন নামে সুপারি সিন্ডিকেটের এক চাঁই জখম হয়েছে৷ মায়ানমারে উৎপাদিত সুপারির সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাবির গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন গুলি চালায়। পরে তাকে জখম অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাবিরের দাদার বক্তব্য, তার ভাই মোটেও সুপারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়। সে কয়লার ব্যবসা করে। তাতে অবৈধ কিছু নেই। তাঁর অনুমান, অন্য কোনও জাবিরকে ধরে এনকাউন্টার করতে গিয়ে তার ভাইকে জখম করা হয়েছে। পুলিশ অবশ্য ভুল মানুষের তত্ত্ব উড়িয়ে দিয়েছে।
এক রাতে দুই এনকাউন্টারের ঘটনা ঘটল আসামে। কাছাড়ের পর এনকাউন্টার হয় কামরূপ জেলাতেও৷ পুলিশ জানায়, গুলিবিদ্ধ যুবকের নাম দিলীপ বিশ্বাস। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। শনিবার তাকে গ্রেফতার করা হয়। জেরায় দিলীপ সহযোগী হিসেবে বাবু আলির নাম প্রকাশ করে। তাকে ধরে আনার জন্য পুলিশ দিলীপকে নিয়ে বাইহাটা চারিআলির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। পুটিমারিতে পৌঁছে দিলীপ পুলিশ অফিসারের পিস্তল কেড়ে নিয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখনই পুলিশ গুলি চালায়। দুই পায়ে জখম নিয়ে সে বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।