NE UpdatesBarak UpdatesHappenings

এনআরসি রি-ভেরিফিকেশনের সিদ্ধান্তে সমালোচনামুখর বিডিএফ

ওয়েটুবরাক, ১২ মে:  এন আর সি তালিকার পুনর্বীক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন,  বিগত সরকারের পাঁচ বছরের মেয়াদের অধিকাংশ সময় নষ্ট হয়েছে এই এনআরসি নামক মরীচিকার পেছনে ছুটে। সরকারি কোষাগার থেকে ১৬০০ কোটি টাকা খরচ হয়েছে। জনগণকে অপূরণীয় আর্থিক , মানসিক দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে আত্মহত্যাও করেছেন। এখন আবার রি-ভেরিফিকেশন হলে   প্রান্তিক মানুষদের দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হবে।

প্রদীপবাবুর কথায়, বিশাল সংখ্যক বহিরাগত লোকের খোঁজে এই এনআরসি প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু বাস্তবে যে তার কোনও অস্তিত্ব নেই, এনআরসির চূড়ান্ত তালিকাই এর প্রমাণ। তাই এই ধরনের বিদ্বেষমূলক রাজনীতি পরিত্যাগ করে রাজ্যের বৃহত্তর স্বার্থে উন্নয়নে মনোনিবেশ করার জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন, যাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের ব্যাপারেও অবিলম্বে পদক্ষেপ নিতে হবে সরকারকে। কারণ ছোটখাটো কিছু প্রশাসনিক গাফিলতির জন্য এদের ব্যাপার আটকে রয়েছে। দেখা যাচ্ছে, একই পরিবারের কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, অথচ বাকিরা বাদ পড়েছেন। ছেলের নাম তালিকাভুক্ত হয়েছে, বাবা বাদ পড়েছেন, এমন উদাহরণ ভুরি ভুরি। তাই স্বচ্ছ ভাবে এই প্রক্রিয়া শেষ করলে অধিকাংশের নামই অন্তর্ভুক্ত হবে। অবিলম্বে সেই উদ্যোগ নেওয়ার দাবি জানায় বিডিএফ৷

বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, দ্বিতীয়বার ভেরিফিকেশনের পর অনেকের নাম ইতিমধ্যে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু আইনি অজুহাতে তাঁদের আধার কার্ড দেওয়া হচ্ছে না৷ ফলে সরকারের বিভিন্ন কল্যানমুলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তিনি দাবি জানান, নতুন সরকারকে সুপ্রিম কোর্ট ও আরজিআই-র সঙ্গে আলোচনা করে অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে।

বিডিএফ নেতারা এদিন আরও বলেন, শুধু রাজনৈতিক স্বার্থে বহিরাগত সমস্যাকে এই রাজ্যে দীর্ঘ কয়েক দশক ধরে জিইয়ে রাখা হয়েছে৷ চূড়ান্ত এনআরসি প্রকাশ করে তাতে চিরতরে যতি টানা হোক। তাঁরা এও বলেন, যদি সরকার জোর করে সাধারণ মানুষকে পুনর্বীক্ষনের নাম করে আবার দুর্ভোগে ঠেলে দেবার চেষ্টা করে তবে বরাকের জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা করবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker