Barak UpdatesHappeningsBreaking News
এনআরসি ঝুলছে, অতিরিক্ত ট্রাইবুনালের বিচারকদেরও পুরনো মামলার দায়িত্ব
ওয়েটুবরাক, ৮ জুন: এনআরসি-ছুটদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আসামে অতিরিক্ত ফরেনার্স ট্রাইবুনাল গঠন করা হয়েছিল৷ নিযুক্তি দেওয়া হয় বিচারক (সদস্য)-দের৷ কিন্তু এনআরসি প্রক্রিয়া ঝুলে থাকায় এখনও রিজেকশন স্লিপ বিলি শুরু হয়নি৷ কবে তা আরম্ভ হবে, পুরোপুরি অনিশ্চিত৷ তাই বর্তমানে কার্যকর রয়েছে যে ১০০ ট্রাইবুনাল, সেগুলিতেই এতদিন ধরে বসিয়ে রাখা ১৭৯জন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁরা ওইসব ট্রাইবুনালে বিচারাধীন পুরনো মামলাগুলির বিচার করবেন৷
সরকারের এই সিদ্ধান্তের দরুন বরাক উপত্যকার ট্রাইবুনালগুলো নতুন ১১ জন সদস্য-বিচারককে পেল৷ তাঁরা হলেন কমলেন্দু চৌধুরী (শিলচর প্রথম), প্রলয়নাথ ভট্টাচার্য (শিলচর তৃতীয়), ধর্মানন্দ দেব (শিলচর ষষ্ঠ), স্বর্ণালী ঘোষ (শিলচর তৃতীয়), ভুংসুয়ান চিঙ্গি (শিলচর প্রথম), সমরজিৎ দে (শিলচর তৃতীয়), গৌতম গড় (শিলচর প্রথম), এল মামন সিং (শিলচর ষষ্ঠ), শিশির দে ( করিমগঞ্জ দ্বিতীয়), দেবাংশু দত্তচৌধুরী (করিমগঞ্জ দ্বিতীয়), সোমা লস্কর (করিমগঞ্জ দ্বিতীয়) এবং বিজনকুমার পাল (করিমগঞ্জ দ্বিতীয়)৷
তাঁদের মধ্যে কমলেন্দু চৌধুরী এবং সমরজিৎ দে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি৷ বাকিরা এতদিন ছিলেন আইনজীবী৷