NE UpdatesHappeningsBreaking News

এনআরসি চাই, সর্বসম্মত প্রস্তাব পাশ মণিপুর বিধানসভায়

ওয়েটুবরাক, ৬ অগস্ট : এনআরসি চাই বলে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করল মণিপুর বিধানসভা৷ একই সঙ্গে স্টেট পপুলেশন কমিশন গঠনেরও প্রস্তাব নেওয়া হয়েছে৷ জনতা দল (সংযুক্ত) বিধায়ক কেএইচ জয়কিষান শুক্রবার বাজেট অধিবেশনের শেষদিনে বেসরকারি প্রস্তাব দুটি বিধানসভায় পেশ করেন৷  তিনি বলেন, ১৯৭১ সালের তুলনায় ২০০১ সালে জনসংখ্যা বেড়েছে ১৫৩.৩ শতাংশ৷ পরের দশ বছরের পরিসংখ্যান নিলে দেখা যায়, বৃদ্ধির হার ২৫০..৯ শতাংশ৷ সমতল এলাকায় এই হার ক্রমে ৯৮ শতাংশ ও ১২৫ শতাংশ৷ অনুপ্রবেশ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ জানান, রাজ্যের সমতল এলাকার মানুষেরও পার্বত্য অঞ্চলে গিয়ে বসবাস করায় নিষেধাজ্ঞা রয়েছে৷ অথচ বাইরের মানুষ পাহাড়ের জনসংখ্যা বাড়িয়ে চলেছে৷

মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহও স্টেট পপুলেশন কমিশন গঠন ও এনআরসি প্রণয়নের প্রস্তাবগুলিকে সমর্থন জানান৷ বলেন, তাতে সকলের মঙ্গল হবে৷ তাই এই বেসরকারি বিলে কারও বিরোধ থাকার কথা নয়৷
মণিপুরে এনআরসি প্রণয়নের দাবি বেশ কিছুদিন ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছে৷ জুলাইয়ের মাঝামাঝি তা সংগঠিত চেহারা নিতে থাকে৷ ৭টি ছাত্র সংগঠন এবং ১৯টি জনজাতি সংস্থা জোট বেঁধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠায়৷ তাঁরা বলেন, মায়ানমার, বাংলাদেশ ও নেপাল থেকে মণিপুরে অনুপ্রবেশ ঘটছে৷ তা ঠেকানোর জন্য এনআরসিই উপযুক্ত হাতিয়ার৷ তারা বিশেষ করে মায়ানমারের সঙ্গে রাজ্যটির কাঁটাতার বিহীন সীমান্তের কথা উল্লেখ করেন৷ জানান প্রতিবেশী রাষ্ট্রটিতে কিছুদিন পরপর অস্থিরতা দেখা দেয়৷ আর সীমান্ত পেরিয়ে সে দেশের মানুষ মণিপুরে ঢুকে পড়ে৷

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপির প্রতিলিপি তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকেও পাঠান৷ তাঁদের কথায়, ১৯৪৬ সালের বিদেশি আইনে ৭৫ বছরেও কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি৷ তাতে রাজ্যের আদি জনগোষ্ঠীগুলির আর্থ-সামাজিক অবস্থার ক্রমাবনতি ঘটছে৷ তাঁরা হারাচ্ছেন রাজনৈতিক অধিকারও৷ জনসংখ্যা বৃদ্ধি রোধ এবং জনসংখ্যায় ভারসাম্য আনার জন্য তাঁরা পপুলেশন কমিশন গঠনেরও দাবি জানান৷

তবে বেসরকারি প্রস্তাব দুটি সর্বসম্মত ভাবে বিধানসভায় পাশ হলেও ভিত্তিবর্ষ নিয়ে বিতর্ক রয়েছে৷ জনজাতি সংগঠনগুলি চাইছে, ১৯৫১ সালের পরে আসা সবাইকে বিদেশি বলে দেগে দিতে৷ সরকারের ইচ্ছা, ১৯৬১ সালকে ভিত্তি ধরা৷ কারণ ১৯৫১-র পর বহু মৈতৈ ও জনজাতি সম্প্রদায়ের মানুষ মণিপুরে এসেছে৷ ১৯৫১ করা হলে এরা বিপাকে পড়বেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker