Barak UpdatesHappeningsBreaking News
ঋণের বিপরীতে ঘুষ নিতে গিয়ে সিবিআইর জালে বদরপুর পিএনবির ম্যানেজার
ওয়ে টু বরাক, ২৪ নভেম্বর : পিএমইজিপি কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার বিপরীতে এক সুবিধাপ্রাপকের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে সিবিআই-র জালে পড়লেন ব্যাঙ্ক ম্যানেজার। বৃহস্পতিবার বদরপুরের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার জিগনেশ কুমারকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন সিবিআই আধিকারিকরা। এ দিন গভীর রাত পর্যন্ত ব্যাঙ্কের কার্যালয়ে ম্যানেজারকে জেরা চালিয়ে যান আধিকারিকরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের অধীনে বদরপুরঘাটের জনৈক সুরজ মালাকার ঋণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আবেদনের বিপরীতে ব্যাঙ্ক ম্যানেজার ওই সুবিধাপ্রাপকের কাছে অর্থ দাবি করেন বলে অভিযোগ। সূত্র মতে, ওই ব্যক্তি প্রথম কিস্তিতে ব্যাঙ্ক ম্যানেজারকে কিছু অর্থ দেন। এরপর ম্যানেজার নাকি তাঁর কাছে আরও ১৫ হাজার টাকা দাবি করে বসেন। এরপর তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ নিয়ে অভিযোগ দায়ের করেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এ ব্যাপারে তদন্ত করার জন্য শিলং সিবিআই কার্যালয়ে নির্দেশ পাঠানো হয়।
এরপরই শিলং থেকে সিবিআইর একটি দল বদরপুর আসে। তাঁদের পরিকল্পনা অনুযায়ী ওই সুবিধাপ্রাপক ব্যাংক ম্যানেজারকে আগের কথামতো ১৫ হাজার টাকা দিতে গেলে হাতেনাতে ধরে ফেলে সিবিআই। এরপর এ ঘটনায় জিগনেশ ঝাকে টানা জেরা চালিয়ে যান আধিকারিকরা।