India & World UpdatesHappeningsBreaking News
এটিএম থেকে টাকা তুলতে নয়া নিয়ম, শুক্রবার চালু করল এসবিআই
১৮ সেপ্টেম্বর : শুক্রবার থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এ বার ওটিপির মাধ্যমে টাকা তুলতে হবে গ্রাহকদের। ১০,০০০ টাকা বা তার বেশি পরিমাণে টাকা এটিএম থেকে তুলতে গেলেই এ বার ওটিপি আসবে গ্রাহকদের মোবাইলে। সেই ওটিপি দিলে তবেই টাকা বেরিয়ে আসবে এটিএম থেকে। ফলে এটিএম থেকে টাকা তুলতে গেলে নিজের মোবাইল সঙ্গে রাখতে হবে গ্রাহকদের। শুধু মাত্র এটিএম কার্ড নিলেই হবে না।
গোটা দেশেই সব স্টেট ব্যাঙ্কের এটিএমে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে শুক্রবার থেকে। গ্রাহকদের সুরক্ষিত রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। ১০,০০০ বা তার বেশি পরিমাণ টাকা তুলতে গেলে গ্রাহকদের যে মোবাইল নম্বর ব্যাঙ্কে রেজিস্ট্রার রয়েছে, তাতে ওটিপি পাঠাবে ব্যাঙ্ক। সেই ওটিপি দিলে তবেই টাকা হাতে আসবে। নইলে ট্রানজাকশন ক্যানসেল হয়ে যাবে। সকাল ৮টা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা পাবেন এসবিআইয়ের গ্রাহকরা। তারজন্য এসবিআইয়ের সব এটিএমে একটি করে ওটিপি স্ক্রিন থাকবে। এসএমএসে মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। গত কয়েক মাসে একাধিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেই এই নিরাপত্তার কড়াকড়ি তৈরি হয়েছে।