India & World UpdatesHappeningsBreaking News
এখনও সংকটজনক মুলায়ম, স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদি-যোগি
৭ অক্টোবর : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা হয়নি। হাসপাতালের তরফে বলা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তিনি এখনও জীবনদায়ী ওষুধের সাহায্যে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে বর্তমানে দিল্লির মেদান্ত হাসপাতালের আইসিইউতেই ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষজ্ঞদের একটি দল।
গত মাসেই হাসপাতালে ভর্তি করা হয় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে। অনেকদিন ধরেই বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল তাঁর। গত ২ অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এদিকে গত জুলাই মাসেই মারা যান মুলায়মের স্ত্রী সাধনা গুপ্ত। তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাস থেকেই চিকিৎসাধীন মুলায়ম। সম্প্রতি তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। সমস্যা ধরা পড়েছে কিডনিতেও। তাঁর শ্বাসেরও একটু সমস্যা হচ্ছিল। তারপরই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এদিকে তাঁকে রাতদিন ডায়ালিসিস চালানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক।
এ দিকে মুলায়ম সিং যাদবকে আইসিইউতে স্থানান্তরের পরেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থার কথাও বলেন। ছেলে অখিলেশকে ফোন করে তাঁর বাবার খোঁজ নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এছাড়াও রাজনাথ সিং সহ একাধিক বিজেপি নেতা মুলায়মের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।