Barak UpdatesHappeningsBreaking News
একশো পিপিই কিট দিল রোটারি পিঙ্ক
ওয়েটুবরাক, ১২ মেঃ কোভিড অতিমারির এই সময়ে ডাক্তার-নার্সরা যেন সুস্থ থাকেন, নিজেরা কোভিডমুক্ত থেকে অন্যদের কোভিড থেকে মুক্ত করেন, সেই লক্ষ্যে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একশো পিপিই কিট দিল রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক। আজ বুধবার ক্লাবের দুই কর্মকর্তা চন্দনা পুরকায়স্থ ও দোপাটি পাল ওইসব পিপিই কিট নিয়ে উধারবন্দে যান। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ডা. অরূপ পাটোয়া ও ডা. প্রিয়ঙ্কা সিনহার হাতে সে সব তুলে দেন। পরামর্শ দেন, পিপিই কিট পরেই যেন তাঁরা কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান।
সেই সুবাদে তাঁরা সেখানে আন্তর্জাতিক সেবিকা দিবসের ছোট্ট অনুষ্ঠানও সেরে নেন। উধারবন্দ স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত নার্স বা সেবিকাদের শুভেচ্ছা জানান। দিনটির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন রোটারিয়ানরা। পরে নার্সদের হাতে মিস্টি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ডাক্তার-নার্সরা রোটারি পিঙ্কের এই উদ্যোগের সাধুবাদ জানান।