NE UpdatesHappeningsBreaking News
একলা চলোরে! মোদির জনসভায় যাচ্ছেন না জোরাম
ওয়েটুবরাক, ২৫ অক্টোবর : আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিজোরামে নির্বাচনী প্রচারে গেলেও মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়ে দিয়েছেন, তিনি সেই সভায় যাবেন না৷ এমএনএফের সঙ্গে বিজেপির কোনও আসন সমঝোতা হয়নি, এ কথা জানিয়ে জোরাম দাবি করেন, একক ভাবেই সরকার গড়বে তাঁর দল৷
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ভোটমুখী রাজ্যে তুমুল শোরগোল শুরু হয়। কিছুটা অস্বস্তিতেই পড়েছে গেরুয়া শিবির। এখনই জোরাম থাঙ্গার সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া প্রকাশে নারাজ তারা৷
জোরাম বলেন, মণিপুর পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। মণিপুরে মৈতৈরা কুকিদের বিতাড়িত করেছে৷ তাঁর কথায়, মণিপুরে যা হয়েছে তা মিজোরামের উপরও আঘাত। প্রাণ বাঁচাতে কয়েক হাজার কুকি সম্প্রদায়ের মানুষ এখন মিজোরামের ত্রাণ শিবিরে আছেন। জোরামথাঙ্গা বলেন, “আমরা উদ্বাস্তুদের অস্ত্র দিচ্ছি না। কিন্তু খাবার, বাসস্থানের ব্যবস্থা করা নৈতিক কর্তব্য।”