Barak UpdatesHappeningsSportsBreaking News
একনজরে শিলচর ডিএসএ নির্বাচনের ফল
ওয়ে টু বরাক, ১৭ জুলাই : শিলচর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে গত কয়েক দিনের রাজনীতি রবিবার মধ্যরাতে শেষ হলো। নতুন সভাপতি হলেন শহরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শিবব্রত দত্ত। এই প্রথমবার কোনও পদে এসেছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১১৯। বিপরীতে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাবুল হোড় পেয়েছেন ৯৪ ভোট।
সচিব হলেন শহরের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত অতনু ভট্টাচার্য। তবে তিনি প্রথমবার নন, এর আগেও জেলা ক্রীড়া সংস্থার বলস সচিব ছিলেন তিনি। অতনু ভট্টাচার্য ১২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চন্দন শর্মা পেয়েছেন ৮৪ ভোট।
একনজরে ডিএসএ-র স্কোর কার্ড
সভাপতি
শিবব্রত দত্ত ১১৯ বাবুল হোড় ৯৪
সহ-সভাপতি (প্রশাসন)
অনিমেষ সেনগুপ্ত ১২২ বাসুদেব শর্মা ৯১
সহ-সভাপতি (ক্রীড়া)
সুবিমল ধর ১২৭ সুজয় দত্তরায় ৮৫
সহ-সভাপতি (আদার্স)
নীলাভ মজুমদার ১৫৭ সুশঙ্কর রায় ৫৬
সহ-সভাপতি সাংস্কৃতিক
অজয় চক্রবর্তী ১৩০ নিখিল পাল ৮৯
সহ-সভাপতি স্টেডিয়াম
প্রসেনজিৎ ভট্টাচার্য ১২৬ সুজন দত্ত ৮৮
সহ-সভাপতি রেফারি
নন্দদুলাল রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সহ-সভাপতি সুইমিং
আশুতোষ রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সচিব
অতনু ভট্টাচার্য ১২৯ চন্দন শর্মা ৮৪
সহ-সচিব প্রশাসন
দেবাশিস সোম ১৫৮ যাদব পাল ৭৩
সহ-সচিব মেজর স্পোর্টস
অরিজিত গুপ্ত ১৪৬ নিলয় পাল ৬৭
সহসচিব আদার্স
অজয় রায় ১৫০ পৃথ্বীশ পাল ৬৪
কোষাধ্যক্ষ
বুদ্ধদেব চৌধুরী ১৪০ জ্যোতিষ্মান ভট্টাচার্য ৭৩
শাখা সচিব ক্রিকেট
নিরঞ্জন দাস ১০৯ নীহারেন্দু দেব ১০৩
শাখা সচিব ফুটবল
বিকাশ দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
শাখা সচিব রেফারি
সমর রায় ১৫০ তপন দাস ৬১
শাখা সচিব মাইনর্স
সত্যজিৎ দাস (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
শাখা সচিব গ্রাউন্ড
কৌশিক রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
শাখা সচিব আম্পায়ার
হিমাদ্রি শেখর দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
শাখা সচিব স্টেডিয়াম
আশীষ চক্রবর্তী ১১৪ প্রশান্ত পাল ৮৭
শাখা সচিব ইনডোর
অনিমেষ চন্দ্র ১৪৩ নবেন্দু সিংহ ৬৮
শাখা সচিব হকি
সুদর্শন চৌধুরী ১৩৩ নিতাই পাল ৬৯
শাখা সচিব বলস
শান্তনু রায় ১৪২ সুরজিৎ নাথ ৬৪
শাখা সচিব ফিজিক্যাল
মিঠুন রায় ১৩২ উৎপল দত্ত ৭৯
শাখা সচিব সুইমিং
সুখেন সরকার ১৩৮ পরিতোষ চক্রবর্তী ৭২
শাখা সচিব সাংস্কৃতিক
প্রণব কল্যাণ দে ১২০ সত্যজিত দে ৯১