NE UpdatesHappenings

একদিনেই ১৪টি নতুন কনটেনমেন্ট জোন ঘোষণা গুয়াহাটিতে

১৩ জুন ঃ নতুন কোভিড-১৯ আক্রান্ত ঘোষণা হওয়ার ফলে শুক্রবার গুয়াহাটির নতুন করে ১৪টি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই ১৪টি নিয়ে গুয়াহাটিতে কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৪-এ। এই কনটেনমেন্ট জোনগুলো হচ্ছে, রূপনগরের রূপালি পথ, মালিগাওয়ের নেতাজি বিদ্যাপীঠ ও নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে স্কুল, ফাটাশীল চারিয়ালি, শিলপুখুরি, ঘোড়ামারার হাউসিং কলোনি, প্রাগজ্যোতিষ হাউসিং কলোনির ব্লক এম, সাতগাও আর্মি ক্যাম্প, সি আই এস এফ ক্যাম্প সেক্টর ৩ নুনমাটি, লালগণেশের মঙ্গলদীপ আবাস, জিএস কলোনি ফাটাশীল আমবাড়ি, টকৌবাড়ি, পল্টনবাজারের কেসি সেন রোড, বিরুবাড়ি তিনয়ালির শংকরপুর ও উজানবাজার রেলওয়ে কলোনি।

Rananuj

কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা এলাকায় আগামী ১৪ দিন কেউ প্রবেশ করতে পারবেন না বা এই এলাকা থেকে কেউ বাইরে বেরোতে পারবেন না। এ দিকে গুয়াহাটি পাণ্ডুর রেলওয়ে নিউ কলোনি ও বেতকুছির কনটেনমেন্ট জোন দুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker