Barak UpdatesHappeningsBreaking News
একতা দিবসে করিমগঞ্জেও দৌড়, শপথ
ওয়ে টু বরাক, ৩১ অক্টোবর : সোমবার সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়েছে। এই দিবস উদযাপন উপলক্ষে সোমবার করিমগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ এবং শিক্ষা বিভাগের উদ্যোগে ”রান ফর ইউনিটি” বা একতা দৌড়ের আয়োজন করা হয়।
এতে ওই দিন সকাল ৮টা ৩০ মিনিটে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস, এডিসি জেমস আইন্ড, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক বহ্নিখা চেতিয়া সহ বিশিষ্টজনেরা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
তারপর করিমগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কার্যালয়ের আধিকারিক ও কর্মচারী এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই বিশাল একতা দৌড় অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে এই একতা দৌড় শুরু হয়ে শহরের মুখ্য সড়ক পরিক্রমা করে আবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে সমবেত হয়।
এতে রাষ্ট্রীয় একতা, অখন্ডতা ও সুরক্ষার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে সমবেতভাবে রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি সোমবার জেলার সব কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও সকাল ১১টায় রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করা হয়েছে। এদিকে এই দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও জনগণের সহযোগে অনুরূপ একতা দৌড়ের আয়োজন করা হয়েছে।