Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
একজন সাংসদের কী ভূমিকা, এ বার রাজদীপ-কৃপানাথকে দেখে নিতে বললেন সুস্মিতা
ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গের সাংসদ হয়ে শিলচরে ফিরেই সুস্মিতা দেব আজ মঙ্গলবার তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ”দিদি শুধু সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠাননি, উত্তর-পূর্বের বাঙালিদের সম্মান জানিয়েছেন। যে কাজটা করা উচিত ছিল কংগ্রেস-বিজেপির, দিদি তা করে দেখিয়ে দিয়েছেন।”
তাঁর কথায়, তিনি বাঙালি প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় প্রতিনিধিত্ব কলেও উগ্র জাতীয়তাবাদী রাজনীতি করবেন না। দিদি ওই ধরনের রাজনীতি পছন্দ করেন না। সবাইকে নিয়ে চলতে চান।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি উত্তর-পূর্বকে জানেনই না। হিমন্ত বিশ্ব শর্মার চোখে উত্তর-পূর্বকে দেখেন। এর দরুন রাজ্যগুলিতে নানা ধরনের সংকট। রাজনৈতিক সংকট, ধর্মপালনের সংকট, অস্তিত্বেরও সংকট।
সুস্মিতা আজ বরাক উপত্যকার দুই বিজেপি সাংসদকেও একহাত নেন। বলেন, লোকসভায় তাঁদের মুখ খুলতেই দেখা যায় না। বিদ্রুপ মিশিয়ে তাঁর মন্তব্য, তবু রাজদীপ রায়কে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীরা শিলচরে এলে বিমানবন্দরে গিয়ে তাদের স্বাগত জানাতে দেখা যায়। কিন্তু কৃপানাথ মালা কোথায়? তিনি করিমগঞ্জের সাংসদকে ‘অ্যাবসেন্টি এমপি’ বলে উল্লেখ করেন।
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সংসদে এমপিদের কী ভূমিকা থাকা উচিত, এ বার তিনি দেখিয়ে দেবেন। অসম-ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্ব তো বটেই, পশ্চিমবঙ্গের নানা বিষয়েও সংসদে সরব থাকবেন বলে সুস্মিতা আজ প্রতিশ্রুতি দিয়েছেন।