India & World UpdatesHappeningsBreaking News
একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে ইসরো
ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর : চন্দ্রযান তিনের সাফল্যের পর এ বার এক গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে ইসরো। নাসার সঙ্গে যৌথ ভাবে এরা সিন্থেটিক অ্যাপারচার র্যাডার মিশনে কাজ করছে। এই মিশনের নাম নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার র্যাডার মিশন। সংক্ষেপে নিসার৷ এটি প্রথম দ্বৈত-ব্যান্ড র্যাডার ইমেজিং স্যাটেলাইট।
পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ। ইসরোর তালিকায় আরও একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। যা ২০২৪ সালে উৎক্ষেপণের কথা। সেই স্যাটেলাইটের নাম ইনস্যাট-থ্রিডিস্। এটি কথোপকথনের কাজে ব্যবহৃত হবে।
ইসরোর তালিকায় আরও দু’টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সেগুলি নিয়ে কাজ চলছে। ২০২৪ সালে ইসরো উৎক্ষেপণ করতে পারে রিস্যাট-১বি এবং রিসোর্স্যাট-৩। দেশের রিমোট সেন্সিং সক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে এগুলি।
টিডিএস০১ এবং স্পেডেক্স নামে দু’টি প্রকল্প ইসরোর হাতে আছে। চাঁদে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গবেষণা এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানে সাহায্য করবে এই প্রকল্প।
ইসরোর আরও একটি প্রকল্পের নাম ওশানস্যাট-৩এ। সমুদ্র গবেষণা এবং পরিবেশ নিয়ে চর্চা করতে কাজে লাগবে এই প্রকল্প থেকে সংগৃহীত তথ্য।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কাজ করছে জিস্যাট-২০ প্রকল্পেও। যা দেশের টেলি যোগাযোগ ব্যবস্থায় নতুন জোয়ার আনতে পারে। ২০২৪ সালের মধ্যেই এই প্রকল্পকে দিশা দিতে চায় ইসরো।
ইসরোর আরও একটি প্রকল্পের নাম এনভিএস-০২। নেভিগেশন ব্যবস্থা উন্নত করার কাজে লাগবে এই স্যাটেলাইট।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আগামী বছরে রিইউজ়েবল লঞ্চ ভেহিক্ল (আরএলভি)-এর কাজ সম্পূর্ণ করতে চলেছে। মহাকাশ গবেষণা কী ভাবে কম খরচে করা যায়, তা নির্দিষ্ট করবে এই প্রকল্প।
২০২৪ সালে ইসরোর হাতে বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম গগনযান। এর মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠাতে চায় ইসরো। সেই অনুযায়ী মহাকাশযানটি প্রস্তুত করা হচ্ছে। গগনযানে সর্বাপেক্ষা তিন জন মানুষ উঠতে পারবেন। এই অভিযান সফল হলে ইসরোর খাতায় তা আরও এক নতুন পালক জুড়ে দেবে।