Barak UpdatesHappeningsCultureBreaking News
এই প্রথম, শিলচরে অনুষ্ঠিত হলো সুরভারতীর সমাবর্তন
ওয়েটুবরাক, ৯ জানুয়ারি : সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের বরাক সমাবর্তন অনুষ্ঠান এ বার শিলচরে অনুষ্ঠিত হয়। রবিবার এই
সমাবর্তন বরাক উপত্যকার জেলাগুলো নিয়ে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানটির সূচনা হয় উদ্বোধনী সংগীতের মাধ্যমে৷ পরে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের অনুমোদিত বেশ কয়েকটি বিদ্যালয় নৃত্য পরিবেশন করে। এই শিলচর জোনাল সমাবর্তন অনুষ্ঠানে পাঁচশোর অধিক ছাত্রছাত্রী নাচ, গান, আঁকা, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে উচ্চ বর্ষের পরীক্ষা দিয়েছেন, তাদের পুরস্কৃত করা হয় এবং কৃতিত্বের শংসাপত্র বা মানপত্র প্রদান করা হয় ।
এই সমাবর্তনে সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। তাতে অতিথি হিসেবে উপস্থিত থাকেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ড.নির্মল কান্তি রায়, অধ্যাপক ড. রাজকুমার মাজিনদার, ড. গৌতম দত্ত ও ড: গণেশ নন্দী, পারফরমিং আর্টস বিভাগের ড. পিন্টু সাহা, ড. সুজিত কুমার ঘোষ, বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস, অধ্যাপক তৃপ্তি পালচৌধুরী। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অরিজিৎ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ব্রজবিহারী চক্রবর্তী।
প্রসঙ্গত, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র সাংস্কৃতিক বিষয়ে পরীক্ষা গ্রহণকারী দেশের অন্যতম সংস্থা। দেশের বিভিন্ন রাজ্য থেকে ছাত্র-ছাত্রীরা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের মাধ্যমে নাচ, গান, আঁকা, আবৃত্তি, তবলা, গিটার বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের পরীক্ষা দিয়ে থাকেন।