Barak UpdatesHappeningsBreaking News
ঋতুপর্ণার ‘দিল্লি ভাষণে’ উদ্বোধন হলো বরাক বঙ্গের আঞ্চলিক সমিতির সাধারণ সভা
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটি পুনর্গঠিত হয়েছে৷ সভাপতি পদে সব্যসাচী পুরকায়স্থ পুনর্মনোনীত হয়েছেন৷ নতুন সম্পাদক হলেন সুশান্তকুমার সেন৷ তিন সহ-সভাপতি মিলন উদ্দিন লস্কর, আশিস চক্রবর্তী ও বাপী রায়৷ কৃষ্ণগোপাল হালদার ও ড. নবেন্দু বণিক মনোনীত হয়েছেন সহ-সম্পাদক পদে৷ কোষাধ্যক্ষ সূপ্রদীপ দত্তরায়৷ সাহিত্য সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক ক্রমে দেবরাজ দাশগুপ্ত ও তাপসী দত্ত৷ কার্যনির্বাহী সদস্যরা হলেন রমাকান্ত দেব, সুহান আহমেদ স্বপ্নিল, অমিত চক্রবর্তী, অনিতা মজুমদার, শিপ্রা দে, চারু যোশি চৌধুরী, অভিজিৎ পাল, রঞ্জিৎ চৌধুরী, রণধীর চক্রবর্তী ও সঞ্জয় দেবলস্কর৷
বঙ্গভবনে বরাক বঙ্গের শিলচর শহর আঞ্চলিক কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার৷ এতে পৌরোহিত্য করেন কমিটির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ। নেতাজি বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঋতুপর্ণা পাল তার দিল্লি সংসদ ভবনে রাখা ভাষণ শুনিয়ে সভার সূচনা করেন৷ সংসদ ভবনে উপস্থিত হয়ে বলিষ্ঠ কণ্ঠে বাংলায় বক্তৃতা করার জন্য তাঁকে বরাক বঙ্গের পক্ষ থেকে এভাবেই সংবর্ধিত করা হয়৷ পরে উত্তরীয় পরিয়ে তার হাতে সম্মাননা পত্র -সহ তুলে দেওয়া হয় উপহার।
সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসেব পেশ করেন ক্রমে উত্তমকুমার সাহা ও বকুলচন্দ্র নাথ৷ কিছুটা সংযোজনের পর গৃহীত হয় সম্পাদকীয় প্রতিবেদন। গৃহীত হয় আয়-ব্যয়ের হিসেবও। নতুন সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় সভায়।
কমিটি পুনর্গঠন প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বরাক বঙ্গের জেলা কমিটির সহসভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য ৷ কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এবং জেলা কমিটির সম্পাদক ড. জয়ন্ত দেবরায় তাঁকে সহযোগিতা করেন৷
এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি ইমাদ উদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত, জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায়, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ।