Barak UpdatesBreaking News
সিসি ক্যামেরার আওতায় শিশু উদ্যান
CCTV installed at Silchar Children Park

২৪ ডিসেম্বর : এ বার নর্মাল স্কুলের লাগোয়া শিশু উদ্যানটি সিসি ক্যামেরার আওতায় এল। সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে শিলচর শিশু উদ্যানে সিসি ক্যমেরাটি উন্মোচন করেন উদ্যান কমিটির সভাপতি তথা কাছাড়ের জেলাশাসক ডাঃ এস লক্ষণন। সঙ্গে ছিলেন উদ্যানের কার্যকরী সভাপতি বীরেশচন্দ্র নাথ, সম্পাদক আশিস গুপ্ত এবং রসরাজ দাস, রাজীব কর, তিনকড়ি গাঙ্গুলি, দীপক কুমার দেব, জয় বরদিয়া, স্বর্ণালী চৌধুরী, দীপায়ন চক্রবর্তী, কমলেশ সিনহা, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য প্রমুখ।