Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দে পাঁচ বছরের মেয়েকে মেরেই ফেলল বাবা! ধৃত নাজিরউদ্দিন

ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাঁচ বছরের আয়েষা বেগমকে৷ তার মা বুধবার দাদুর  বাড়িতে গিয়েছিলেন৷ রাতে বাবার সঙ্গেই ঘুমিয়েছিলেন আয়েষা ও তার বোন৷ পরদিন সকালে ধরা পড়ে, মেয়ে নিখোঁজ৷ বাপের বাড়ি থেকে ছুটে আসেন তার মা৷ খোঁজাখুজি করে না পেয়ে থানায় এফআইআর করেন তিনি৷ স্বামীকেই যে তার সন্দেহ, তাও পুলিশকে জানিয়ে রাখেন৷ বলেন, হয়তো মেয়েটিকে তার বাবাই বিক্রি করে দিয়েছে৷ শনিবার উধারবন্দ থানার পুলিশ লাঠিগ্রামের নাজিরউদ্দিনকে ধরে নিয়ে যায়৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ শেষে নাজির মেয়েকে মেরে ফেলার কথা স্বীকার করে৷ মৃতদেহ বস্তাবন্দি করে নালায় ফেলে আসার কথা পুলিশকে জানায়৷ পুলিশ রবিবার সকালে লাঠিগ্রামে নালার পারেই বস্তার সন্ধান পায়৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠায়৷

Rananuj

ধৃত নাজির সম্পর্কে পরিবারের সদস্যরা জানান, তার মস্তিষ্কবিকৃতি রয়েছে৷ প্রতিদিন স্ত্রীকে মারধর করে৷ মেয়েদেরও পেটাতো৷ কিন্তু তাই বলে নিজের শিশুকন্যাকে যে খুন করে ফেলবে, তা ভাবতে পারেননি তাঁরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker