India & World UpdatesHappeningsBreaking News
করোনার মধ্যেও জনপ্রিয়তার শীর্ষে মোদি, ১৩ দেশের মধ্যে সেরা
১৮ জুন : করোনা মহামারির মধ্যেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ১৩ দেশের নেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার ডাটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্টের সমীক্ষায় মোদি বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর জনপ্রিয়তা ১০০ এর মধ্যে ৬৬ শতাংশ নম্বর পেয়েছে। এই সমীক্ষায় আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্স এবং জার্মানি সহ ১৩টি দেশের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সমীক্ষায় বলা হয়েছে যে মোদির জনপ্রিয়তা গত এক বছরে ২০ শতাংশ কমেছে। তবুও জুনের শুরুতে সমীক্ষায় দেখা গেছে ৬৬ শতাংশ লোক নরেন্দ্র মোদিকেই পছন্দ করেছেন।
সমীক্ষায় ভারতের ২,১২৬ জনকে আওতায় আনা হয়েছিল। এতে ২৮ শতাংশ লোক মোদির জনপ্রিয়তা অস্বীকার করেন। এতে দেখা গেছে, মাত্র ৩টি দেশের নেতার রেটিং ৬০ শতাংশের উপরে রয়েছে। প্রধানমন্ত্রী মোদির ঠিক পরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর রেটিং ৬৫ শতাংশ। এর পরে মেক্সিকোয় রাষ্ট্রপতি লোপেজ ওব্রাডোর তিন নম্বরে রয়েছেন। তাঁর রেটিং ৬৩ শতাংশ।
মর্নিং কনসালটেশন পলিটিকাল ইন্টেলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, জার্মানি, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন এবং ব্রিটেনের নেতাদের জনপ্রিয়তা রেটিং ট্র্যাক করে এবং প্রতি সপ্তাহে নতুন ডাটা সহ তা নিজেদের পেজে আপলোড করে।
কোন নেতার র্যাঙ্কিং কত —-
১. নরেন্দ্র মোদি : ৬৬ শতাংশ
২. মারিও ড্রাগি (ইতালি) : ৬৫ শতাংশ
৩. লোপেজ ওব্রাডোর (মেক্সিকো) : ৬৩ শতাংশ
৪. স্কট মরিসন (অস্ট্রেলিয়া) : ৫৪ শতাংশ
৫. অ্যাঞ্জেলা মের্কেল (জার্মানি) : ৫৩ শতাংশ
৬. জো বিডেন (মার্কিন যুক্তরাষ্ট্র) : ৫৩ শতাংশ
৭. জাস্টিন ট্রুডো (কানাডা) : ৪৮ শতাংশ
৮. বরিস জনসন (ইউকে) : ৪৪ শতাংশ
৯. মুন জে-ইন (দক্ষিণ কোরিয়া) : ৩৭ শতাংশ
১০. পেদ্রো সানচেজ (স্পেন) : ৩৬ শতাংশ
১১. জায়ের বোলসোনারো (ব্রাজিল) : ৩৫ শতাংশ
১২. ইমানুয়েল ম্যাক্রো (ফ্রান্স) : ৩৫ শতাংশ
১৩. ইয়োশিহিদে সুগা (জাপান) : ২৯ শতাংশ