Barak UpdatesHappeningsBreaking News

উত্তর-পূর্বে অর্থনীতির বুনিয়াদ গড়ে বাঙালি এখন নিজেরাই বঞ্চিত, বললেন ড. সব্যসাচী

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : উত্তরপূর্বের রাজ্যগুলির অধিকাংশের অর্থনীতির বুনিয়াদ গড়ে তুলেছেন বাঙালিরা৷ জনসংখ্যার দিক থেকেও এরা কম নন৷ ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ, আসামে দ্বিতীয় এবং অন্য সব রাজ্যেই এরা প্রায় দশ শতাংশ৷ কিন্তু এরা সর্বত্র অবহেলা, বঞ্চনার শিকার৷ আছেন অনাদরে৷

শিলচরের বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে বাঙালিদের নিয়ে আক্ষেপের কথা শোনালেন করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. সব্যসাচী রায়৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি আয়োজিত অনন্ত দেব-মৃণালকান্তি দত্তবিশ্বাস স্মারক বক্তৃতা করছিলেন তিনি৷ সব্যসাচী মনে করেন, এই অবস্থার জন্য বাঙালিরাও কম দায়ী নন৷এরা এমন একটি জনগোষ্ঠী, যারা নিজেদের ভাষা, সংস্কৃতিকে কেন্দ্র করে এক মানচিত্রে আসার কথা বা একজোট হওয়ার কথা ভাবতে পারেননি৷ উগ্রপন্থায় বিভিন্ন জনগোষ্ঠী অসম সহ উত্তর-পূর্বকে অস্থির করে তুলেছিল, বাঙালি কিন্তু কখনও অস্ত্র হাতে তুলে নেয়নি৷ কারণ বাঙালি শান্তিপ্রিয়, উদারমনা৷ শ্রীচৈতন্য থেকে বঙ্কিমচন্দ্র, নবজাগরণ, স্বাধীনতা আন্দোলন হয়ে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন পর্বে বাঙালির অবস্থানকে কম কথায় সুন্দর ভাবে উপস্থাপন করেন সব্যসাচী৷ তিনি বলেন, প্রতিটি পর্যায়ে বিশাল ভারতবর্ষকে উপযুক্ত নেতৃত্ব দিলেও নিজেদের ভাগ্যে জুটেছে দেশভাগ আর সিলেটভাগ৷ এ সব থেকেই শিক্ষা নিতে বলেন তিনি৷ বঙ্গ সাহিত্যের প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচীর কথায়, অখণ্ড বাঙালি জাতিসত্তা গড়ে তুলতে হবে৷ আর এর সূচনা বরাকেই সম্ভব৷ অন্যত্র হিন্দু বাঙালি, মুসলমান বাঙালিতে বাঙালিরা বিভাজিত৷ এই সময়ে তাই ভাষার ভিত্তিতে বাঙালি জাতিসত্তা গঠনে উদ্যোগী হতে আহ্বান জানান তিনি৷ বরাক উপত্যকার জন্য পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠনের দাবির কথাও উল্লেখ করেন তিনি৷

এ দিন বঙ্গ সাহিত্যের শিলচর আঞ্চলিক সমিতির তরফ থেকে ক্যানসার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তীকে মৃণালকান্তি দত্তবিশ্বাস স্মারক সম্মাননা প্রদান করা হয় ৷ অনন্ত দেব স্মারক সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সানাইশিল্পী শুক্কুর আলি মজুমদারকে৷ তাঁরা দুজনই নিজেদের অনুভূতি ব্যক্ত করেন৷

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বঙ্গ সাহিত্যের আঞ্চলিক সভাপতি সব্যসাচী পুরকায়স্থ৷ অনন্ত দেব ও মৃণালকান্তি দত্তবিশ্বাস সম্পর্কে আলোকপাত করেন জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর৷ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন তৈমুর রাজা চৌধুরী, ইমাদউদ্দিন বুলবুল, গৌরী দত্তবিশ্বাস, ড. জয়ন্ত দেবরায় প্রমুখ৷ ধন্যবাদ জানান আঞ্চলিক কমিটির সহসভাপতি মিলনউদ্দিন লস্কর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker