NE UpdatesHappeningsBreaking News

উত্তর কাছাড়ের হাজার কোটির কেলেঙ্কারি মামলায় সবাইকে নির্দোষ রায় হাই কোর্টের

ওয়েটুবরাক, ১১ আগস্ট: ২০১৭ সালে বিশেষ এনআইএ আদালতের রায়ে তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল৷ তখন থেকেই বন্দিজীবন কাটাচ্ছেন তাঁরা৷ এর মধ্যে রয়েছেন অসমের ডিমা হাসাও জেলার দুই প্রাক্তন জঙ্গিনেতা জুয়েল গার্লোসা এবং নিরঞ্জন হোজাই৷ রয়েছেন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের তৎকালীন মুখ্য কার্যনির্বাহী সদস্য মোহিত হোজাইও৷ তাঁদের শুক্রবার নির্দোষ বলে রায় দিল গৌহাটি হাই কোর্ট৷
বিশেষ এনআইএ আদালত একই মামলায়  কারাবাসের রায় শুনিয়েছিল সমাজ কল্যাণ বিভাগের প্রাক্তন সিডিপিও তথা ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর রেদাউল হোসেন খানকেও৷ তাঁকে ১৭ কোটি টাকার অধিক সরকারি তহবিল হাতিয়ে নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল৷ ১২ বছর জেলে থাকার পর এখন তিনি জামিনে মুক্ত৷ তাঁকেও শুক্রবার নির্দোষ বলে ঘোষণা করে হাই কোর্ট৷ হাজার কোটি টাকার কেলেঙ্কারি সংক্রান্ত ওই মামলায় বিশেষ আদালত আরও ৯জনকে দোষী বলে রায় দিয়েছিল৷ তাঁদের তখন ৮ থেকে ১৩ বছরের কারাদণ্ড হয়৷ হাই কোর্টের রায়ে তাঁরাও শুক্রবার দোষমুক্ত হলেন৷
এনআইএ-র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে সরিয়ে ডিএইচডি-জে জঙ্গিশিবিরে পাঠানো হয়৷ এরা ওই অর্থে ভারতবিরোধী কাজের জন্য অস্ত্র কেনে৷ কিন্তু উচ্চ আদালত এ দিন এনআইএ তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অসমের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ১০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত সবাইকেই নির্দোষ বলে রায় দিল৷
প্রসঙ্গত, ২০১২ সালে ডিএইচডি-জে অস্ত্র সমর্পণ করে জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে আসে৷ পরের বছর জুয়েল, নিরঞ্জন দুজনই পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker