NE UpdatesHappeningsBreaking News
উচ্চ মাধ্যমিক কলা শাখার মেধা তালিকায় জয়জয়কার নগাঁও-বরপেটার
গুয়াহাটি, ৬ জুন ঃ উচ্চ মাধ্যমিক কলা শাখার মেধা তালিকায় সেরা স্থান ছিনিয়ে নিয়েছে নগাঁও জেলা। প্রথম দশের মেধা তালিকায় এ বার নগাঁও-এর রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা ৭টি স্থান দখল করেছে। রাজ্যের মধ্যে কলা শাখায় প্রথম হয়েছে সংকল্পজিত শইকিয়া। দ্বিতীয় একই স্কুলের দিয়া মহন্ত। তৃতীয় স্থানাধিকারী শ্রেয়া সরকার। শ্রেয়া ইনস্টিটিউশনাল প্রাইভেট পরীক্ষার্থী ছিলেন।
চতুর্থ ও পঞ্চম যথাক্রমে রামানুজনের সুকলেনমুঙ্গ চেতিয়া ও শেখ সানিয়া তনসিম রহমান। এছাড়া রামানুজনের শবনম শইকিয়া যুগ্মভাবে সপ্তম, জেরিফা আহমেদ যুগ্মভাবে অষ্টম ও মৃণ্ময় কুমার বরা যুগ্মভাবে দশম স্থান অধিকার করেছে। দশম স্থানে নগাঁও-এরই কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্রিশতিনা দেবীও রয়েছে।
কলা বিভাগের মেধা তালিকায় বরপেটা জেলাও ভাল ফল করেছে। সপ্তম হয়েছে বরপেটার কৃষ্ণকান্ত সন্দিকৈ সিনিয়র সেকেন্ডারি স্কুলের কাশ্মীতা শর্মা। অষ্টম স্থানে রয়েছে বরপেটার আনন্দরাম বরুয়া অ্যাকাডেমির প্রতীক্ষা ভূইয়া ও দৃষ্টি এনজি বর্মণ। নবম স্থান দখল করেছে বরপেটার আনন্দরাম বরুয়া অ্যাকাডেমির কাব্যশ্রী দাস। তবে নলবাড়ি জেলা তুলে নিয়েছে ষষ্ঠ স্থানটি। সেখানকার শঙ্করদেব অ্যাকাডেমির কাব্যশ্রী শর্মা ষষ্ঠ স্থান দখল করেছে।