Barak UpdatesHappeningsBreaking News

উচ্চতর মাধ্যমিক শাখায় ছাত্রী নিল অধরচাঁদ বিদ্যালয়ও

ওয়েটুবরাক, ১ জুলাই : অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক শাখায় এবছর থেকে ছাত্রীদের নেওয়া শুরু হয়েছে। এতদিন এই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের বিদ্যালয় হিসাবেই পরিচিত ছিল৷ এ বার স্কুল পরিচালন সমিতি ছাত্রী ভর্তিরও সিদ্ধান্ত নেয়৷ পরে বিদ্যালয় পরিদর্শকের অনুমোদন ক্রমে তা বাস্তবায়িত করা হয়। ইতিমধ্যে পাঁচজন ছাত্রী ভর্তি হয়েছে। অভিভাবকদের দাবির  পক্ষে ছাত্রীভর্তির বিষয়ে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকাগণও সহমত পোষণ করেন৷

Rananuj

এবছর থেকে শুরু হওয়া ছাত্রী ভর্তির এই সিদ্ধান্ত আগামীতে এই অঞ্চলের নারী শিক্ষার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করবে বলেই মত ব্যক্ত করেন পরিচালন সমিতির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য ৷ শিলচরের অন্যান্য উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অনুসারী হয়ে অধরচাঁদ স্কুল এই  পদক্ষেপ নেওয়ার জন্য অভিভাবক সহ স্থানীয় শিক্ষা অনুরাগীরা সন্তোষ ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker